*ঈদ মোবারক* - সকলকে ঈদের শুভেচ্ছা !
*ঈদ মোবারক* প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগের প্রকোপে এবারের ঈদের সময়টা একটু ভিন্ন ভাবে পালন করতে হচ্ছে সকলকে। সারা পৃথিবীতে এর পূর্বে হয়তো কখনো এমন ঈদ হতে দেখা যায়নি। সমগ্র মুসলিম জাহানের সাথে বাংলাদেশের মুসলমান ভাইদের প্রতি পবিত্র ঈদ-উল-ফিতর এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
ঈদ মানে আনন্দ ও নিজেকে সকলের তরে বিলিয়ে দেওয়া। ঈদ মানে সবাই মিলে একে অন্যের দু:খের ভাগ নেওয়া।
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর যেন সকলে সুস্থ্য ভাবে পালন করতে পারে সেই আশা করি। মহান আল্লাহ তায়ালা ঈদের খুশি আমাদের সবার জীবনে পূণর্তা দান করুন।
ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ । পৃথিবীতে নেমে আসুক শান্তির দূত।
পবিত্র ঈদে ধনী-গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হয়ে যাওয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে নতুনভাবে জীবন শুরু করার আহব্বান জানাই সকলকে। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময় হয়।
সেই সাথে সফলতার শুভ প্রত্যায়ে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
*ঈদ মোবারক*
'Eid is a day of sharing what we have and caring for others. May you have a wonderful Eid this year!
On this special day, I pray to Allah for your happiness and good health.
Eid is the day of Allah. It is a day to share happiness & love.
Before we ask for happiness and prosperity, we should ask for mercy. May Allah shower his mercy on us.
*Eid Mubarak*
Sabbir Ahmed
Journalist, Writer, Analyzer & Researcher.
Dhaka, Bangladesh.





কোন মন্তব্য নেই