Garments Industry তে বাটন কত প্রকারের/ রকমের হয় ?
বর্তমানের সব গার্মেন্টস/পোশাকেই বোতাম ব্যবহার করা হয়। পোশাকের খোলা প্রান্তকে বন্ধ করার জন্য এবং বন্ধ প্রান্তকে খোলার জন্য বোতাম ব্যবহার করা হয়। বোতাম একটি অত্যাবশ্যকীয় ট্রিমিংস। বোতাম পোশাকের কার্যকরী অংশ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। বোতাম বিভিন্ন, (প্রাকৃতিক এবং কৃত্রিম) পদার্থ দ্বারা তৈরি হয়।
বোতামের প্রকারভেদ
বোতাম সাধারনত দুই ধরনের হয়ে থাকে
প্রাকৃতিক
কৃত্তিম
প্রাকৃতিক : কাঠ, মুক্তা, পাথর, চামড়া, সিং ইত্যাদি দ্বারা তৈরি হয়।
কৃত্তিম : নাইলন, মেটাল, সুতা, পলিয়েস্টার ইত্যাদি হতে তৈরি হয়।
প্রাকৃতিক বোতাম
প্রাকৃতিক পদার্থ দ্বারা তৈরি বোতামের দাম অনেক বেশি হওয়ার কারণে এর ব্যবহার খুব কম।
কৃত্তিম বোতাম
কৃত্তিম পদার্থ দ্বারা তৈরি প্রথম এর দাম অনেক কম হওয়ার কারণে ওর ব্যবহার অনেক বেশি।
চলুন দেখে নেই, বোতাম এর নাম এবং এর উপাদানসমূহ।
প্রাকৃতিক উপাদানসমূহ হতে তৈরি বাটনগুলো।
পিআরেল বাটন
উড বাটন
কোকোনাট বাটন
রাবার বাটন
লেদার বাটন
স্টোন বাটন
কৃত্তিম উপাদানসমূহ হতে তৈরি বাটনগুলো।
প্লাস্টিক বাটন
চক বাটন
ফেব্রিক বাটন
ফেব্রিক বাটন
এলয় বাটন
Written By-
Sabbir Ahmed
Merchandiser (Shrabony Knitwear Ltd.)
লেখকঃ
মার্চেন্ডাইজার ( শ্রাবনী নীটওয়্যার লিঃ)

কোন মন্তব্য নেই