ফেব্রিক লাগলে নাও কিন্ত এক্সসেপটেন্স দ্রুত দাও | Fabric Merchandizing
ফেব্রিক লাগলে নে কিন্ত এক্সসেপটেন্স দে
এই থিউরি কিছু কিছু ফেব্রিক সাপ্লাইয়ার এর কারন ওভেন ফেব্রিকের ডাইং
ফিনিশিং এর পর যখন একে গার্মেন্টস এ ডেলিভারি দেয়া হয় এদের সাপ্লাইয়ার
সাধারণত একটা এক্সসেপটেন্স দেয়া হয় পুরো কাপড় বুঝে পাবার পর ।
এটা সাপ্লাইয়ার রা অনেক দ্রুত পেতে চায় কারন তারা যে LC এর এগেইনেস্টে
সাপ্লাই করেছিলো তা এক্সসেপেটেন্স এর ডকুমেন্টস তারা দিলে দ্রুতই তারা
ব্যাংক থেকে টাকা তুলতে পারবে এবং পরের অর্ডারের জন্য কাপড় কিনতে পারবে
।
সাধারণত মুল সমস্যা হয় কাটিং এ যেয়ে কারন আপনি যখন ৫-৮% প্রসেস লস ধরে
ফেব্রিক ডাইং করার পর লস না হয়ে যদি ফেব্রিক একসেস হলে কিছু ফেব্রিক
সাপ্লাইয়ার সে গুলি দিতে চায় না । তাদের পলিসি এটা জমিয়ে একত্রে ৫-১০ হাজার
হলে ১৫-২০ লক্ষ টাকার টার্ন ওভার হবে ।
যার ফলে কাটিং এর সাথে তাদের বার্গেইনিং চলতে থাকে তারা চায় না দিয়ে যদি পারা যায় ।
কিন্ত একটা সাপ্লায়ার এর অভিজ্ঞতা থেকে তাদের মার্কেটিং এর টিমের পলিসি
বলি, তাদের থিউরি হচ্ছে যা ওর্ডার কোয়ানটিটি তা দেয়ার পর কাপড় কাটা শুরু
করেন, রিজেকশন হলে তার বিপরীতে কাপড় লাগলে আপনার বার্গেইনিং করার দরকার নেই
এটা একসেস ফেব্রিক থেকে আপনাকে দিলাম আপনি বডি মেকয়াপ করেন কোয়ানটিটি
ফিলাপ করেন তবে তাদের শর্ত বিনিময়ে দ্রুত তাদের এক্সসেপেটেন্স দিতে হবে ।
ফেব্রিক যখন ৫% প্রসেস লস ধরে দিয়েছেন বাড়ুক কমুক এটাতো গার্মেন্টসের কাপড়
আর সাপ্লাইয়ার মালিকের মাথাব্যাথা অর্ডার কোয়ানটিটি ফিলাপ নিয়ে। তাই
কাপড় দিয়ে যতো দ্রুত শিপমেন্ট করা যায় এটা মুল লক্ষ ।
এখানে লাভ অনেক আপনার মার্চেন্ডাইজার গার্মেন্টস সন্তুত আর আপনি পাচ্ছেন দ্রুত টাকা + নতুন অর্ডারে খাটালে ২০ এর যায়গায় ৪০ আসবে ।
Written By-
Sabbir Ahmed
Merchandiser (Shrabony Knitwear Ltd.)
লেখকঃ
মার্চেন্ডাইজার ( শ্রাবনী নীটওয়্যার লিঃ

কোন মন্তব্য নেই