একজন মার্চেন্ডাইজারের জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্যাল্কুলেশন | Merchandising
মার্চেন্ডাইজারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্যাল্কুলেশন
CBM:
সি,বি,এম এর অর্থ হচ্ছে কিউবিক মিটার। নিম্নলিখিত উপায়ে ১কাটুন মালের সি,বি,এম নির্ণয় করা যায়। কাটুনের (দৈর্ঘ Xপ্রস্থXউচ্চতা)/১০ ০০ ০০০
দৈর্ঘ Xপ্রস্থXউচ্চতা
CBM = --------------------------------------
১০ ০০ ০০০
# Total CBM= 1 Carton CBM X Total Carton
৩ ধ রনের Container পাওয়া যায়।
(১) ২০" Normal Container যাতে ২৭-২৯ CBM মাল ধরে।
(২) 40" Normal Container যাতে ৫৪-৫৬ CBM মাল ধরে।
(৩)40" Container যাতে ৬৪-৬৭ CBM মাল ধরে।
সাধারনত ২ ভাবে Container ভাড়া করা হয়
(1)FCL: Full Container Load
(2)LCL: Light Container Load
অনেক Sr.Merchandiser আছে যারা ৫/৬ বছর Merchandising করছে কিন্তু দু:খ জনক হলেও সত্য তারা সঠিক ভাবে Carton Consumption & Costing করতে পারে না। Suppler যে Consumption& Costing নির্ভর করে। এতে দেখা যায় Suppler ইচ্ছা মত টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি নিজেও বুঝেন না।
Carton এর স্কয়ার মিটার এবং আয়তন
Steap: 1
{ L+W+6CM} X {W + H+ 4CM}
------------------------------------------- X 2 =Sq. Mtr
10000
Steap: 2
Total Sq MtrXSq Mtr Valu = 1 Pc carton price
Sewing Thread:
(Order Quantity*XConsumption)
------------------------------------------------- +10%
4000
এখন মনে রাখতে হবে যে আপনার অডারের colour কয়টা colour অনুযায়ি আলাদা আলাদা বের করে, মোট যোগ দিয়ে বের করবেন। আমি colour অনুযায়ি আলাদা আলাদা ভাবে বের করতে বলি। কারন colour অনুযায়ি sewing thread আলাদা আলাদা আমরা ব্যবহার করি সে জন্য একবারে বের করলে দেখা যায় পয়েন্টের কারনে ১/২ কোন কম পরে।
Primary Consumption নিয়ে অনেক কথা বলছি। ভেবে ছিলাম Polo Shirt Consumtion দিবো কিন্তু হটাৎ ভাবলাম Marker Consumption নিয়ে আলোচনা করি। Marker Consumption সব সময় ২০ পিচ Garments এর Marker Consumption দেয়।এটা মূলত Confirm order এর ক্ষেত্রে করা হয়।এখানে একটা বিষয় মনে রাখতে হবে।২০ পিছ Consumtion থেকে আমরা ১২ পিছের Consumtion বের করব।
Marker Consumption :-
Marker LenthXMarker WithXGSM/ 1550/1000/Marker ConsumptionXDZN+7%
এটা শুধু Body Consumtion পাওয়া যাবে। তবে Primary Consumption থেকে Marker Consumtion এ Fabric কম লাগে।Marker Consumtion এ একুরেট Fabric এর Consumtion পাওয়া যায়।
Packing List ৪ প্রকার।
(1) Solid Colour Solid Size.
(2) Solid Colour Assort Size.
(3) Assort Colour Assort Size.
(4) Assort Colour Solid Size.
বাংলাদেশে বেশির ভাগ ২ প্রকার packing list করা হয়
(1)Solid Colour Solid Size
(2)Assort Colour Assort Size.
Packing List এ যে বিষয় গুলো উল্লেখ করতে হয়। সে গুলা নিন্মরুপ:-
(1)Buyer Name (2)Order No (3)P O No (4)Item (5)Fabrication & GSM (6)Inspection Date (7)Ex- Factory Date (8)CBM (9)Order Quantity (10)Shipped Quantity (11)Short/Extra Quantity (12)Carton Quantity (13)Price/Piece (14)Shipped Garments value (15)Garments Qty in per carton (16)Gross Weight (17)Net weight (18)Carton measerement (19)Factory Name & Address (20)Shipping Mark (21)Side Mark (22)Colour Name (23)Destination (24) Shipping Line (25)Ratio (26)Ship of Mood (27)Garment Department.
Woven Pant Consumption
Pant এর Consumtion জন্য ৪ টি part সম্পক্ষে ভাল ধারনা থাকতে হবে।
1.Body
2.Back Pocket
3.Side Pocket
4.Belt Loop
[{(Body Length*Body Thigh weight)*No of parts}+{(Back Pocket Length*Back Pocket weight) *No of parceX No of Pocket}+{(Bag Pocket Length*Bag Pocket weight) * No of parce*No of pocket}+{(Belt Loop Length*Belt Loop weight)*No of parce*2}*12]/Fabric width *36
=yeards
[Note: Allowance জোগ করে নিবেন। Side Pocket Fabric সাধারণত Body Fabric থেকে আলাদা হয়।]
বিষয়: Measurement সম্পর্কে।
Measurement শব্দের অর্থ পরিমাপ। Garments এর ভাষায় পোশাকের পরিমাপ করাকে Measurement বলে। Garments শিল্পে দুই ধরনের Measurement ব্যবহার করা হয়।
১) C.M. Measurement.
২) Inch Measurement.
★ Centimeter Measurement: Garments
Industry- তে যখন আমরা পরিমাপ করার সময়
সে:মি: ব্যবহার করি তাহাকে Centimeter
Measurement বলে।
আমরা জানি,
১০ মিমি = ১ সে:মি:
১ মিমি = ০.১ সে:মি:
২ মিমি = ০.২ সে:মি:
৩ মিমি = ০.৩ সে:মি:
৪ মিমি = ০.৪ সে:মি:
৫ মিমি = ০.৫ সে:মি:
৬ মিমি = ০.৬ সে:মি:
৭ মিমি = ০.৭ সে:মি:
৮ মিমি = ০.৮ সে:মি:
৯ মিমি = ০.৯ সে:মি:
১ ইঞ্চি = ২.৫৪ সে:মি:
২৪ ইঞ্চি × ২.৫৪ সে:মি: = ৬০.৯৬ সে:মি:
৬০.৯৬ সে:মি: ÷ ২.৫৪ সে:মি: = ২৪ ইঞ্চি ।
আমরা Centimeter Measurement পদ্ধতিতে যখন সে:মি: ও মি:মি: একসাথে পরিমাপ করব তখন অবশ্যই সে:মি: এ প্রকাশ করব।
★ Inch Measurement: Garments Industry- তে যখন আমরা পরিমাপ করার সময় ইঞ্চি ব্যবহার করি তাহাকে Inch Measurement বলে।
আমরা জানি,
৮ সুতা = ১ ইঞ্চি
১ সুতা = ⅛ ইঞ্চ
২ সুতা = ¼ ইঞ্চি
৩ সুতা = ⅜ ইঞ্চি
৪ সুতা = ½ ইঞ্চি
৫ সুতা = ⅝ ইঞ্চি
৬ সুতা = ¾ ইঞ্চি
৭ সুতা = ⅞ ইঞ্চি
১৮ ইঞ্চি ২ সুতা = ১৮¼ ইঞ্চি
৪৪ ইঞ্চি ৪ সুতা = ৪৪½ ইঞ্চি
১১ ইঞ্চি ৩ সুতা = ১১⅜ ইঞ্চি।
কোন মন্তব্য নেই