Header Ads

Header ADS

ডাইং এর পোকার সমস্যা | Insects Problem on Dyeing Floor



নাইট ডিউটি : পোকার যন্ত্রনা

আমাদের শীত কাল ঘনিয়ে আসছে সাথে একটি সমস্যাও, আমাদের শীতকালে ডাইং ফিনিশিং মেশিন গুলিতে একটি সমস্যা দেখা যায় যে মেশিন চালালে মেশিন এর ফ্রন্ট এবং প্যাডিং জোন যেখানে কাপড় ইন এবং আউট হয় সেখানে লাইট থাকলে বাইরে থেকে আলোর টানে ঘাসের পোকা গুলি চলে আসে ।  এসে যে তাদের খুব বেশি উপকার হয় তা না, এসেই সে গুলি মারা যায় ;) কিন্ত ক্ষতি করে দিয়ে যায় আমাদের এই পোকাগুলি কাপড় এর সাথে লেগে থাকে পরবর্তিতে এই গুলি কম্পেক্টিং এর সময় এই গুলি কাপড় এর সাথে লেপ্টে যায় আর কাপড়ে স্পট চলে আসে । স্পট গুলি বাজে উঠতে চায় না ।

আমাদের সতর্কতার জন্য পোকা না আসা রোধ করতে লাইট অফ করে মেশিন চালাতে হয়,  তবে এটা অনে রিক্সের কারন এতে অনেক ফেব্রিক এর সমস্যা ধরা যায় না।
 

পোকা থেকে নিস্তার পেতে কিছু করনীয় উপায়:

১. ৪-৫ টার পর বিকালবেলা জানালা গুলি অফ করব দিতে হবে।

২. জানালার বাইরে হলুদ বাতি লাগাতে হবে কারন হলুদ বাতি পোকাকে দূরে রাখে।

৩. মেশিন এর প্যাডিং জোনে ব্লোয়ার, ডাস্ট সাকার লাগাতে হবে।

৪. ফেব্রিক চেকিং করা ব্যাতিত মেশিন এর উপররের টিউবলাইট গুলি অফ করে রাখতে হবে।

Written By-

Sabbir Ahmed
Merchandiser (Shrabony Knitwear Ltd.)


লেখকঃ

মার্চেন্ডাইজার ( শ্রাবনী নীটওয়্যার লিঃ
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.