Header Ads

Header ADS

Lycra Fabric এর ওয়েস্টেজ % বা প্রসেস লস বেশি কেনো



লাইক্রা কাপড় এর ওয়েস্টেজ % কেনো বেশি ???

লাইক্রা কাপড় এর মুল সমস্যা হলো লাইক্রা কাপড় এর ইলাস্টিসিটি অনেকে বেশি যার দরুন এর স্রিংকেজ % ১০০% কটন এর তুলনায় অনেক বেশি।

সাধারণত আমরা লাইক্রা কাপড় চালানোরর সময় একটি স্টেইজ বেশি চালাতে হয় যার ফলে কাপড় এর প্রসেস লস হয় ওই স্টেজ বা প্রসেস হলো হিট সেটিং । আর প্রতিটা প্রসেস এর জন্য মেশিনে কাপড় ওঠা নামায় সেলানোয় অনেক প্রসস লস হয় ।



লাইক্রা কাপড় ডাইং এর পর ডায়া স্রিংকেজ এর কারনে অনেক সর্ট হয়ে যায় যার দরুন কাপড় কেটে সেখান থেকে বডি বের করা যায় অনেক কম। দেখা যায় স্রিংকেজ এর কারনে কই ওয়েট এর ১০০% কটন, লাইক্রা + কটন এর বডি এক হবে না ১০০% কটনে বেশি হবে।
তাই সমপরিমাণ বডির জন্য লাইক্রা এর গ্রে ফেব্রিক বেশি দিতে হয় এবং এর প্রসেস লস ৮-১০%
ওভন ফেব্রিক এর ক্ষত্রে কটন এর ফিনিশ ডায়া ৫৮ ( ৫৮" ফিনিশ এর জন্য গ্রে দিতে হয় ৬২" ) কিন্ত লাইক্রার ৫২  ( ৫২" ফিনিশ এর জন্য গ্রে দিতে হয় ৬৭" ) তাই এতে বোঝা যায় লাইক্রার প্রাসেস লস কতো।

Written By-

Sabbir Ahmed
Merchandiser (Shrabony Knitwear Ltd.)


লেখকঃ

মার্চেন্ডাইজার ( শ্রাবনী নীটওয়্যার লিঃ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.